সাহিত্য জানালা খুলে তুমি শ্বাস নাও,
ওইঘরে বিশাল কেঁদো বাঘ ফুলে ফুলে কাঁদে,
সাহিত্য পুকুরে তুমি ঝাঁপ দাও
অবিকল অলিম্পিকের চাইনিজ সাঁতারুর মতো,
পুকুর ঘাটে সৌদামিনী দাসী এঁটো থাল মাজে।


আমার কলমের নিব ভেঙে যায়
ডায়েরীর পাতা ভরে ওঠে নীল নীল ছোপে,
বিশ্বাস করো, শারীরিক ক্ষত না হোক,
ওরা সব হৃদয়ের কৃষ্ণ কালো গহ্বর।