রাজমাত :!
জ্বরোমুখ কখনো দেখিনি তোমার।
দেখেছি গলার স্বস্তিক চিহ্ন,
নাকের হিরেকুচি
আর বরাভয় মুদ্রা।


বন্ধু!
শিকনি মোছা লাল নাকে কত বিশ্বাস,
অবেলার বিশ্রস্ত চুলে কত রামধনূ,
জ্বরের ঘোলাটে চোখ কত স্বপ্নদর্শী!