এখন তোমাকে ভাবতে বসা দুরুহ কিছু নয়
কারণ ঘরেই আছে রঙিন ক্যালাইডোস্কোপ
যার এপার্চারে চোখ রাখলেই
চাইনিজ পুতুলের মতো
হেসে গেয়ে নেচে ওঠো তুমি।


ছেলেবেলার দিস্তে খাতা ছেড়ে
এখন মোবাইলে কবিতা লিখি,
সমস্যা একটাই, আঙুল ছুঁয়ে না রাখলে
স্ক্রীনে এসে রাজ্যের অভিমান ভর করে।


জ্যোৎস্নাময়ী তুমি, আলোকিত আমি
তবু মোবাইল স্ক্রীনের টুকরো অন্ধকারে
গ্রামকে গ্রাম, শহরকে শহর
দুর্ভিক্ষ কবলিত ...