দূরগত " তুমি" ডাক শুনে মনে পড়ে মধুমাস,
রঁদেভু।
একটি মোমের মুর্তি রচনা করছি আজ রাতে,
"তুমি" বলাতে নড়ে গেল হাত
নাকটা খানিক বোঁচা হয়ে গেল।
জানি এই বোঁচা নাকে তুমি উদবাস্তু হবে না।
এন আর সি চালু হলে
প্রমাণপত্র শুধু তোমার মুখ চেয়ে থাকবে,
তোমার মোম শরীরে গলনাঙ্ক বলতে শুধু
এন আর সি,
আর আমার তোরঙ্গ থেকে আমি বার করেছি
প্রপিতামহের কঙ্কাল,
এসো সব ভুলে আমরা নির্বিকল্প "তুইতোকারি" হয়ে যাই।