ডানাভাঙা চড়ুইটিকে দেখেছ?
খড়কুটো যাকে ভরসা দিতে পারেনি?
ডানা ভেঙে “দ”  হয়ে বসে আছে
অনন্ত অপেক্ষায়,
ময়ালটি খুব ধীরে বেয়ে বেয়ে উঠছে
লোভী একজোড়া চোখ আর লকলকে জিভ নিয়ে
বেড় দিয়ে আমার অশ্বথ গাছের গুঁড়ি।


দেখেছ ঠ্যাং ভাঙা হরিণ শাবক?
সাভানার মাঠে আদিগন্ত ত্রাস মেখে
পড়ে আছে মুখ থুবড়ে?
ওর ভাঙা ঠ্যাঙটি তৈরি করেছে একটি সূক্ষ্মকোন
সবুজ ঘাসের ওপর সূক্ষ্মভাবে পড়ে আছে,
শার্দুল আসবে ... আসবেই .... নখরে দিতে দিতে শান ...


আমি তেমনই সবুজ মাঠে দেখেছি
একটি জার্মান দল
একটি আর্জেন্টিনা, পর্তুগাল আর স্পেন ...