@@@@@@@@@@@@@@
এই মেয়েটা নে হাতটা ধর
বলনা কোথায় বাঁধা যায় ঘর
ঊনকোটির চুড়ায় নাকি
নীরমহলে রূদ্রসাগর


#এই মেয়েটা তোর পাছড়াতে
বুনবি রে কোন স্বপ্ন তা বল
জম্পুইটাঙে  শৈলশিরায়
মেঘের মাদল বাজাই তো চল


#রাতকূহকে স্বজন হারা
যাজ্ঞসেনী না হোসনে তুই
সপ্তডিঙার নোঙর তোলা
মন্দ্রস্বরে  বাজছে মাভৈঃ


# এই মেয়েটা প্রেমিক নাকি
সেগুন বনে গুমশুদা রয়
ধলাই তটে প্রায়শ্চিত্তে
মন্ত্রগুপ্তি শপথ সে বয়


#তোরই জন্য কেন্দ্রে রাজ্যে
প্রতিশ্রুতি আর ভাতার ঢল
হায় পোড়ামুখ ডিজিটাল দেশ
তবু সম্বল  লোটাকম্বল।


#এই মেয়েটা রুদ্ধ্দ্বারে
আগলিয়ে কোন যখপুরী ধন
চোখ মেলে দেখ এই পৃথিবীর
পরত পরত মহাজীবন


#অক্ষের টানে এক বানভাসি
তোর দুয়ারে দাঁড়ায়ে বল
ঘোর লুনাটিক জীবনপ্রেমিক
কেন্দ্রাতিগে পালাবো চল