মৌলিক মজুমদার


কবিতা এবং তুমি
সঙ্গে একটি টি ব্যাগ
ব্যস
এই তো জীবন
দিনে, ঝড় বয়ে যায় শনশন
রাবার বাগিচায়
চা ক্ষেতে
বাঁশ বনে
এইতো আমি
ভ্রুকুটির চোখে দেখি
তোমার খোলা চুল
কিংবা আমাজন পুড়ে যায়
লোভে
দুনিয়াদারির দুনিয়ায়
পুরুষ মাত্রেই কালো
এক কালিঝুলি মাখা মানুষ
খনিগর্ভ থেকে উঠে এলে
আমি তাকে তোমার কবিতা কোনখানি দিই বলো