কবিতার খাতাখানি পড়ে ছিল
সবার নীচে,অনাদরে
অযত্নের ধুলো মেখে গায়।
তার উপর সার সার বই-
যা পড়লে বুদ্ধি হয়, বৃত্তি হয়-
পালের গোদা হয়।
আর্কিমিডিস, আইনস্টাইনের
সুত্রগুলোর জটাজাল ছিঁড়েখুঁড়ে-
একটু ঘাম ঝড়ল- বার করলাম খাতাটা।
এলেবেলে, আঁকাবাঁকা, চোখাভোঁতা পংক্তিগুলো
মুখে আনলো আত্মপ্রসাদের হাসি।
তির্যক চাউনিতে দেখে নিলাম-
বুকস্ট্যান্ড অবিন্যস্ত-মোটামোটা বইগুলো
অসমঞ্জস- একটু কি কাঁপছে?
ত্রস্ত পায়ে ছুটে যাই- পুস্তকস্তম্ভ
ভুলুন্ঠিতপ্রায়।