লবণদ্বীপে আমি আর তুই
ফোঁটাই পলাশ, ওড়াই ঘুড়ি
লবণ হাওয়ায় মেলে দিই ডানা
ফাগুণে শ্রাবণে একাকার হই-
লবণদ্বীপে আমি আর তুই।


বিশ্বায়িত উদারীকরণ
উদার করেনি আমায় তোকে
হারাই দুজনে সপ্তডিঙায়
চোখের আড়ালে চরাচর হই-
লবণদ্বীপে আমি আর তুই।


চক্রব্যূহ ভেদ করে যাই
লবণ লবণ ঘাম যায় ঝরে
বনস্পতি এঁকে দেয় চোখ
আকাশের কাছে নতজানু হই-
লবণদ্বীপে আমি আর তুই।


ভুবন হারানো ভুবনের মাঝে
আলকছটা রাতে দিনেমানে,
ঝরে গেছে পাতা, বয়ে গেছে নদী,
অসীমের মাঝে সীমায়িত হই-
লবণদ্বীপে আমি আর তুই