রাস্তাটা ছিল শান-বাধাঁনো
আলাদীন ভিজেছিল একদিন,
বৃষ্টিমুখর রাতে আলাদীন,
আলাদীন ভেসেছিল বাতাসে,
চোখে ছিল প্রেয়সীর দুই চোখ-
আলাদীন লিখেছিল কবিতা।


রাস্তাটা আজো আছে বাধাঁনো,
যন্ত্রের আনাগোনা শহরে,
ল্যাপটপ, স্মার্টফোনে সব্বাই-
বৃষ্টিরও শেষ নেই শহরে।
মেঘ জোছোনাতে লুকোচুরি
আজো খেলে ভিজে রাত মোহনায়,
আরো এক আলাদীন বরষায়,
ল্যাপটপ হাতেতে, থাক না!
শতক পেরিয়ে গেছে, যাক না!
ভিজবেই আলাদীন বারবার-
লিখবেই সাইবার পদ্য,
শতক পেরিয়ে গেছে, যাক না!