আঁকা হয়ে যায় সময় খাতায়
তোমার চলার চালচিত্র,
ফুটো ফুটো ঘর- ক্যানভাসে রোদ
আপন তোমার চক্রব্যূহ।
আলোকমালায় আঁকা সেই পথ-
রথে কিছুদুর, তারপর হাঁটা
অনিমেষ হাঁটা একা একা পথে,
জীবন নামের সাঁকোটা ক্ষয়াটে।
জঠরে তোমার তুষের আগুন-
জ্বালায় পোড়ায় অন্তরমন-
সেই হাঁটা পথে নীল নীল ফুল,
খুনসুটি খুব সবুজের সাথে।
আরো আরো আলো-
একই দুষ্টুমি- আলোকপথে
নভোমন্ডলে, সময়চাকায়-
কোনো খাঁজে ভাঁজে, কোথাও কোথাও-
ঠিক আঁকা আছে।