আচম্বিতে অসুখ আসে আর ছুয়েঁ যায়,
এক খাবলা মৃত্তিকাকে চিনতে যে চায়।
মাটির কথা খাঁটি, এ মন জানে,
হারিয়ে যেতে চায় তবু অন্যখানে,
অন্যখানেই হয়তো আছে বাঁচার সুখ,
অন্যখানেই বাতাস নেবে ভরাট বুক।


আকাশ ভানা জোছনা আসে মধ্যরাতে,
সখ্যতারে ভাষার শিকল পরায় হাতে,
লক্ষ তারায় দেখি আমি আকাশনদী,
ধার করা সুখ, ধার করা বুক,- কার বিহনে?


বিনম্র এক লতা গুল্মে সন্ধি ঘনায়-
আম্রমুকুল হতে চাওয়ার দুর্বাসনায়,
বিক্ষিপ্ত আলোয় ভাসে চুমুর শাসন-
হারিয়ে গেছে রাতের সাথেই সে সম্ভাষন-
তাইতো নাগরদোলায় চাপি একলা আমি,
তাই দরিয়ায় সাঁতার কাটি একলা আমি,
তাই বয়ে যাই পৃথিবীর ভার একলা আমি,
তাই রয়ে যাই ছোট্ট কিশোর একলা আমি।