তার কথা সবটাই রটনা,
তবু সুরে তালে তারে গণনা,
তারি সাথে যেচে করা আড়ি ভাব,
যেচে ধরা ভেক- ধরা কবিভাব;
বাতেসেতে ভাসে যদি বনসুর,
চোখে তার ঘন নীল রোদ্দুর-


চেতনায় তারি রঙ এলো,
ভাসা ভাসা ভাষা এলোমেলো;
রাখি তরী নদীতটে একা,
বনবিবি জোছনাতে দেখা-
তারি সাথে বিকিকিনি করি মাছ,
ধার করি আগুণের মৃদু আঁচ,
নাম তার বিন্দুবাসিনী,
হেসে হেসে বলে শুধু- আসিনি।।