নীল কাঁচের ঘরে এক যুবকের টুঁটি চেপে আছে একটি লোক,
টুঁটি চেপে আছে এক বিবর্ণ ইতিহাসের।
যেখানে ঘাসফড়িং থাকে, থাকে পলাশ কৃষ্ণচূড়া মাখা
আধা গ্রামশহর, পা টিপে টিপে হাঁটা ছোট্ট নদীটাও
থাকে। কিন্তু তাতে কি?
আসলে নীলঘরটাই দাসখত লিখে দিয়েছে মোটা, বিকট
লোকটাকে, মৃত্যুদন্ড দেবার দাসখত।
সবুজ ঘাসের মতো আবছা দাড়িওয়ালা ছেলেটির
কাধেঁর ঝোলাব্যাগে শুয়ে আছেন জীবনানন্দ।
কিন্তু একি? ছেলেটির চোখের মণিতে মৃদু হাসির
বিচ্ছুরণ কেন? সাজা হয়ে গেছে তার?
এই ভেবে হাসিমুখে মৃত্যুদন্ড বরণ করছে সে?


এবার মৃত্যুদন্ডে দন্ডিত যুবকটি
পুরুষসিংহ হয়ে উঠবে।।