সম্রাটটি খাচ্ছেন চিনি লবণ ছাড়া চা,
আর আস্তাবলে ফুঁসছে তার ঘোড়া;
সহিসটি জুতে দিচ্ছে জিন।


নক্ষত্রখচিত রাজপথে
সাঁ সাঁ বাতাস দিচ্ছে খুব-
উড়ছে সাদা কেশর,
আর সম্রাটের দাড়ি।


আরো এক আকাশ
নেমে এসেছে পৃথিবীতে,
ঐ যায় হোটেল Zoom,
এই যায় Honda শোরুম।


গা ছমছম এই রাতের
ভোর না হোক,
নাশ হোক ধেয়ে আসা
যত অক্ষৌহিনী সেনা।


আকাশনদীতে দুমড়ে মুচড়ে
লাশ হয়ে পড়ে থাকবে একদিন,
অশ্বারোহী প্রেমিকপ্রবর;
আপাতত ঘরে ফিরছে
অফিস থেকে- তল্পিতল্পা সমেত।।