আদিম দিনের পথের পাশে
রথের রশি পড়ে থাকে,
যুথবদ্ধ টানলো তাকে
আদিম আলাদীন।


গড়গড়িয়ে রশির টানে
রথ চলেছে প্রাসাদপানে,
থাকলো ক'টা টুকরো মাথা-
একলা গিলোটিন।


আকাশ জুড়ে মেঘের খেলা,
অগ্নিবর্ষা, মৃত্যুর‍্যালা;
জখম নারী, অনাথ শিশু-
পোড়া অ্যাড্রিনালিন।


জানলা বেয়ে আসছে বাতাস,
যুদ্ধ-বিধুর দীর্ঘশ্বাস,
জানলা আমি রাখছি খোলা-
কোথায় আলাদীন!