অনির্বাণের নিকুচি করেছে, জঙ্গম এই হাত,
নাব্যতা খুঁজে হয়রান, তাই সংক্রমনের ধাত;
প্রতিবাদে আর প্রতিরোধে রাণাঘাটেরই যীশু,
দোরটি খুলেছে, উদোম হয়েছে প্রশ্নচিহ্ন কিছু;
প্রশ্নকর্তা শুধোয় শুধু, 'এ পাশ না ঐ পাশ?'
ঝুলন্ত দেহ, কি এসে যায়, ফুটে তো রয়েছে ঘাস!
ঘাসেই সাজছে রণসম্ভার, ঘাসেই রণতুর্য,
এতাল বেতাল মাতাল হাওয়ায় ঢাকা কি পড়বে সূর্য্য?
আলোচনায় গমগমিয়ে মৃত্যুদন্ডাদেশ,
সূর্য্য তো নেই, উদ্ভাসিত অমাবস্যার দেশ;
নিত্য আনাগোনা শহরে মোমের অজগর,
(আর) হাল্কা চালে ভাবতে বসেন পাথরের ঈশ্বর।।