মানুষ হবো, মানুষ হবো,
চারদিকেতে রব,
মানুষ হতেই এদিক ওদিক
ছোটাছুটি সব।


কাকের ডাকে পড়তে বসো,
উঠে নিশিভোরে,
নইলে বাপু ভিক্ষুক হয়ে
ঘুরবে দোরে, দোরে।
দশখানা বই, দশখানা খাতা,
বিদ্যালয়ে ছোটো-
এনজিনিয়ার, দাক্তার হবে,
বাবা, একটু খাটো!
সন্ধ্যে ছ'টা? পড়তে বসো;
কবিতার খাতা হাতে?
রবীন্দ্রনাথ না সুকান্ত হবে?
কত টাকা মেলে তাতে?
গল্পের বই, ক্রিকেট ছাড়ো,
অধ্যয়ণং তপঃ,
অহর্নিশি পচিঁশ ঘন্টা
এই মন্ত্র জপো।
পরীক্ষাতে নিরানব্বই?
হাঃ, বলো রাম,
এতো চেষ্টা, এতো যত্ন;
তবু এক কম!
হাতমুখ ধোও, পড়তে বসো,
একশো আমার চাই-
এবার থেকে কড়া শাসন
তোমার ওপর ভাই!


মানুষ হবো, মানুষ হবো,
লেগেছে ধুন্ধুমার,
মানুষ হতেই মানুষ ম'লো,
মানুষ নেইকো আর!