চাঁদের পাহাড়ে চরকা কাটে
জুবুথুবু বুড়ী,
সময় হারিয়ে গেছে তার;
চাঁদের দেশেই নিরাপদে
পালিয়ে গেছে সে,
এখন, কাজ বলতে সন্ধ্যেবেলায়
ছোট্ট সোনামণিদের কপালে
টিপ এঁকে দেয়া- আর কিছু নয়।
ভালোই আছে-বেঁচেবর্ত্তে,
চাঁদের কলঙ্কেই ঢাকে মুখ
পরম মমতায়।


             ২
নদীমাতৃক জন্মভূমিটিও
সাব্যস্তের হয়েছে বেশ,
দৃপ্ত, ব্যস্ত পদক্ষেপে
কুশীলবরা এগিয়ে যায়-
আঁকে সভ্যতার চালচিত্র।
তবু প্রাচীন গন্ধটি উড়ে আসে
নিঃসঙ্গ রাতের শেষ ঘটিকায়-
যখন ভ্যান্টিলেটরে ফুটে ওঠে
প্রতিপদের চাঁদ।