ছোট বেলায়
বড় হবো-
স্বপ্ন ছিল
মনে,
বড় হওয়ার
মন্ত্র শুধুই
শুধাই জনে
জনে;
আমার কথা
শুনে সবাই
বলতো- 'ওরে
খোকা,
চাইলেই কি
বড় হওয়া
যায় নাকিরে
বোকা!'
স্বপ্ন দেখে
দেখেই বড়
হলাম অব-
শেষে,
স্বপ্ন গুলোও
আমায় ছেড়ে
ভাসলো যে কোন
দেশে!
বড় হয়ে
ভুল করেছি,
ছোট হতে
চাই,
ছোট হওয়ার
মন্ত্রটা কেউ
বলে দেবে
ভাই?