ট্রাকের পায়ে চলছে গুটি গুটি
কতকগুলো বৃষ্টিদানা, ছোটো;
শ্রাবণধারা নামলো আঁখিপাতে,
ঝাপসা হয়ে এলো মোমের শহর;
অস্পষ্ট, আবছা হয়ে যাই আমি
প্রেতাত্মার চেয়েও এককাঠি,
বৃষ্টিরেণু পড়ছে ঝেঁপে এবার
পেলব চিক্কণ উদ্ভিদে!


বিয়োগান্ত কাহিনী হয়ে যাক,
বৃষ্টিপতন পটভুমিতে থাক,
বজ্রপাতও তোমার ঘরে একা,
চৌচির হোক বিরহী জানলাটিতে।