যতই বলি আকাশ ছোঁও
কথাতো কেউ শুনছেই না,
যতই বলি ডানায় ভর,
শব্দস্রোত থামছেই না।


যতই বলি মুক্তপ্রাণ
বিষন্নেরা বাঁধছে জোট,
অচিনপুরে অন্তরীণ,
ছুটছে পিছে সর্বঘট।


অনেক পারো বৈরাগ্য,
বেভুল ভুলে হন্তারক,
হৃদয় বেয়ে সংযমেরা
তুলছে ছেঁকে দুঃখশোক!


যতই বলি সময়হীন
হাসছে জরা যে অলক্ষ্যে,
ধূমকেতুটা পিছলে পড়ে
এ কক্ষ থেকে ও কক্ষে।


যতই বলি, সামলে যাই
দেয়ালগুলো পাতছে কান,
রথও থাকে, ঘোড়াও থাকে,
আমিই শুধু ছত্রাখান!


পুড়ছে রোদে জীবনরস
থাকার মাঝে থাকছে ছাই,
মিলনটাও  চাইতে হবে,
প্রেক্ষাপটে এই মেলাই।।


মাত্রাবৃত্ত ছন্দে চেষ্টা করলাম, পাঠকদের ভালো লাগলে সার্থক হবে প্রয়াস!