দু’চোখ নির্নিমেষে প্রশ্নহীন,
                প্রস্তুত ছিলাম,
একটি রণক্লান্ত নিদাঘ দুপুরে
               প্রত্যাখ্যাত হতে।
আপাতভাবলেশহীন হৃদয়ে
প্রলম্বিত আপাত প্রশান্তি,
যদিও ফর্ম্যালিক দংশন
ব্রহ্মতালুর আগায় গোড়ায়।
ক্ষোভ? লজ্জা? রাগ?- অর্থহীন।।
বুবুক্ষু জঠর, তৃষিত বক্ষদেশ-
তাই উদ্বেল, উদ্দাম অ্যাড্রিনালিন উচ্ছাসে।
সংক্রমণ আকাশে বাতাশে-
                           এই শেষবার!


সোনার হরিণ একপোঁচ কালো,
ক্ষতবিক্ষত উপশম;
অসম্ভব হাল্কা হৃদয়- ফাল্গুনী লঘুমেঘ!!