পথটি আঁকা আছে
মানসপটে,
গড়গড়িয়ে চলেছে জীবন
জীবনে বাঁকে,
কিছুদুরে দেখি ইটের প্রাসাদ
বাহুডোর মেলে রাখে,
কি মধুর টুংটাং আবাহন!
ওড়ে দুই এক গাছি
কামনায় সম্পৃক্ত কানামাছি
ভনভন করে।


আরো কিছুদুরে
সাবওয়ে জুড়ে
ওঠে নরনারী কোলাহল-
ভুলভুলাইয়া অশান্তিরাও
নদনদী বেয়ে আসে,
সমতল মাটি খামচে ধরে
ফেনা আর বুদ্বুদ,
তাতেও আমি চিহ্ন এঁকেছি,
উত্তরসুরী নিহিত রেখেছি,
পথ নেই, পথ নেই-
এই অশান্ত জনপদ থেকে পালাবার!


স্বর্গ মর্ত্য পাতাল জুড়ে
মহাজীবনের পথ,
আমার শহরে এসে
এক টোকায় ভেঙে পড়ে।