বিস্তর নদীনালা সেঁচলাম,
বিস্তর ধানিজমি চষলাম,
ধীবর বা কৃষকের অধিকার
রুধিরেরা তবু কেন মানছেনা!
শিকড়টা প্রোথিত তো গভীরেই
মাটিগুলো ঝুরো হয়ে গেছে তার,
তন্ত্রীতে ছেয়ে গেছে রণসুর,
ছেয়ে গেছে চেতনায় চেতনায়।
এর মাঝে তুমি এক যোধাবতী,
অসি আর বর্মেতে প্রস্তুত,
কার পাশে দাঁড়াবে তা বুঝছনা,
ভ্রুণগুলো ঘুরে মরে রাস্তায়,
আমি আর আমিও তো দড় খুব-
হাডুডুই খেলে যাই দুজনায়!