অবসাদ আসে,
মাথা খোঁড়ে পাহাড়ের বুকে,
তপ্ত লাভা নাকি জ্বলন্ত ফসফরাস
সবই নেভে শেষমেশ,
ঘুণপোকা যখন খাবার খুঁজে পায়
তখন সবে বিকেল হয়েছে~
ক্লান্ত বিকেল,
সদ্য সদ্য অঙ্কুরিত ভ্রুণ
মানবজনম পেয়েছে,
তোমার বিশ্রী বেঢপ শরীরে
খুঁজছে মায়াবী পেলবতা,
আর মুঠো মুঠো ঘূণপোকা
উগরে ফেলছি আমি
সবুজ শরীর থেকে~
নীল ভ্রুণ সবুজ শরীর~
ক্লেদাক্ত মানুষপোকা!