রিক্ত হাতে ভাত দাও মা,
ভাত যেন হয়  অ্যাটমবোমা,
দামালদের বোমার মুঠি,
অত্যাচারী নীলচে কুঠি-
আসছে বারে আবার হবে
সুখের প্রহসন!


ধানের শীষে দোল দাও মা,
চাষার ধান গুদামে জমা,
চাষের মাঠে লাশ পড়েছে,
কঙ্কালেরা মুখ খুলেছে,
অ্যালকোহলে চুমুক ওড়ে-
তোমার আবাহন!


শষ্যমুখর মা’টি আমার,
স্বপ্নে ছিল যৌথখামার,
কফের দলা ছিটকে আসে,
বাহুবলীর বিশ্বত্রাসে,
আকাশজুড়ে টিকটিকিরা-
লেজুড় আস্ফালন!


এমন দিনে কাশ থোকায়,
মায়ে ও পোয়ে পথ হারায়,
গোপন শলা চলছে নাকি?
কিছুটা ঠিক কিছুটা ফাঁকি,
ঢাকের বোলে রহস্যসুর-
কেমন বিসর্জন!