আমাদের কোনো বিনাশ নেই,
আমরা বেচেঁ থাকি এভাবেই,
শক্তিশালীর হাতে ঘটি মাটি চাটি হয়ে যায়,
হয়তো ঠোঁটের কশ বেয়ে নেমে আসে লোনা প্রতিবাদ!
হয়তো বা ম্যানহোলে মৌতাত জমাই-
আমদের তো তেমন কৌলিন্যর বড়াই নেই!


দেশ, কাল, জাতি, ধর্ম নেই,
চৌদিকে চৌমাত্রার সাম্যবাদী ঘোড়া ছোটে,
আমাদের সাম্যবাদী আশনাই
রাতে মুখ ঢাকে নিঃশর্তে প্রভুর প্রশ্রয় মাখা বুকে,
কল্কেতে ভরা থাকে গাঁজার ছিলিম-
আমাদের আর তেমন মাতৃমন্ত্র কই!


অক্ষয় তুনীর থেকে বার করি খাগের কলম,
প্রতি রাতে ভাষা শহীদ হই,
বক্ষে লালন করি আতর্জাতিক ভাতৃবোধ-
কোমর বেঁধে ভাড়ার ভাতার শুই-
ছলে বলে ছিনিয়ে নিই তোমাদের নাম লেখা টুকরো অক্সিজেন,
সভ্যতার কাছে এটাই প্রতিবাদ!