ঘুমন্ত শৈশব আড়ি পেতে শোনে তার কথা,
মরা পাতা আর হানাবাড়ীর লাশ পেরিয়ে-
এগিয়ে যাই আগন্তুক হামাগুঁড়ি দিয়ে,
এ শৈশব তেমন শিশু কই আর!
হে সময়, হে অসীম- এ প্রদোষলগ্নে
আমি তুমি অগ্নিসাক্ষী হয়ে পাকে পাকে তুলেছি গরল!
ক্ষয়া বুক থেকে যে শ্বাসটা এইমাত্র চুরি হয়ে গেল-
তার দিকে চোখ মেলে দ্যাখো- কি অপাপবিদ্ধ সে!
চুরি করে আনা টিউলিপের পাপড়ি আর ফিনিক্সের পাখার পালক-
রূপকথা ঝরে পড়ে অশালীন অট্টহাসি হয়ে!
অবশেষে ফাঁকা পথে হাটে বেদুইন সভ্যতার কোলাজ,
এ প্রৌঢ়বেলায় আমরা বড় ঋণী তোমাদের কাছে!