তোর দেহপ্রাকার পুড়েছে যে আগুনে
আমি তার কোনো নাম রাখিনি আজ,
বোমারু জ্যাকেটের অভিঘাতে ঈশ্বরের আকাশে
যে ধূম্রবলয় তৈরী হয় তাকেও কি চিনেছি ঠিকঠাক?
যে পাঁচিল টপকে তুই আসিস,
যে বেড়া ভেঙে তুই হাসিস,
তারা পাঁচিল আর বেড়াই থেকে যায় শেষমেশ,
কোলাহল দীর্ণ অবেলায়
তোর আসা আর যাওয়া
অলৌকিক রঙ মেখে থাকে শুধু,
আর পার্থিব সব লোনাজল লাল হয়ে ওঠে
আবাহনে আসে সূচীভেদ্য নিকষ সময়।।