জঙ্গলে ফোটে মৃদু জোছনারা,
হাতের শিরায় সংকেত অশণির,
শিক্ষানবিশ তারারাও কেমন ফোটে
নিরালা পার্থিব আকাশে!


শ্বাপদেরা করে ঘরবাড়ি,
চোরাবালি সৈকত ঢাকে-
লুব্ধ হয় পরমায়ুও
নিবিড় নৈকট্যের টানে!


অহর্নিশ জাগে কেবলই ক্ষুধা,
জেগে থাকে জঠরের গান-
মরা শৈবালের পাঁচিল ঠেলে দেখ-
দিচ্ছি কেমন টরেটক্কায় ইংগিত!


যৌবন মিথ্যে হয়ে যায়,
ঘুম আসে, কেবলই এক ঘুম-
তলিয়ে যেতে যেতে তোমার ঘেমো মুখ-
দেখি শব্দ করে আমার আয়নায়!