যে বৃদ্ধা শীতের কনকনে ভোরে
মিনসের হাতে ধরিয়ে দেয়
ভোট বাবুদের চায়ের পেয়ালা,
ছুটে আসে পিছু পিছু,
“ইশ, যদি বুড়ো ভুল করে টাকা নিয়ে ফ্যালে!”
- তাকে সেলাম।।


যে শিশু মায়ের সাথে আঙুল পেতে দেয়-
ভোটের কালি মাখবে বলে,
- তাকে সেলাম।।


যে নবপরিণীতা আচঁল খুঁটতে খুঁটতে
সারিবদ্ধ প্রহর গোণে সংগ্রামসেঁকা চোখে,
- তাকে সেলাম।।


সেলাম শহর ত্রিপুরা।।
সেলাম গ্রাম ত্রিপুরা।।
সেলাম পার্বতী ত্রিপুরা।।


পরিশেষেঃ- কাল গেল ত্রিপুরা রাজ্যের পুর নিগম, পুর পরিষদ, নগর পঞ্চায়েত নির্বাচন। ৯০ শতাংশের কাছাকাছি ভোট পরেছে। ভোটকর্মী ছিলাম। কিছু অনুভূতি ধরে রাখবার চেষ্টা করলাম।