কেন কাঁদ?
নাহলে কাঁদাও?
কেন হাস?
নাহলে হাসাও?
কেন রাগ?
কিম্বা চুলকানি?
তিষ্ঠ ক্ষণকাল,
হে অসীম-
রৌদ্র পড়েছে
তোমার সোনালি
চুলের জটায়,
নারী, হে আমার পুরাতন নারী!
কত প্রেম দিতে পারো?
আর কত প্রেম?
কত যুগসন্ধি?
ঈশ্বর কণা?
তরঙ্গ তরঙ্গে ভেসে
হয়েছি ঈথার আবেগ,
সামলে নিয়েছি অসি
যুযুধান মস্তক থেকে,
ক্ষান্ত হয়েছি অসীমের
স্তনবৃন্ত থেকে গড়িয়ে
নামা অমৃতধারায়!
এবার তবে বৃষ্টিধারায়
তরল সোনা হয়ে যাই,
আর নেমে আসি অমোঘ
ভবিতব্য হয়ে-
তোমার বুকের খাঁজে!