এ কোন দায়ভার!
অসময়ে ডাকে?
ব্যস্ত চৌরাস্তায় হয়ে যাই তথাগত মৌন।


ড্যাবড্যাবে চেয়ে থাকে ঘুলঘুলি থেকে,
টেনে নামায় পতপত ঘুড়ি,
উর্বর ধানক্ষেতে ফেলে যায় বীজ!


এ কোন দায়ভার,
নামগন্ধহীন-
নির্লিপ্তির চৌকাঠ ঠুঁটো হয়ে যায়!


আকাশের পরে আকাশে
ওঠে রামধনূ,
পৃথিবীর পর পৃথিবীর মাঠে!


কৃচ্ছসাধনই যদি বিকল্প হতো,
দায়ভার ঠেলে হতাম না
শ্রীরাধিকার প্রেমিক?