ভাত পেলে এখনো চোখ চকচক করে,
ছুড়ে ফেলে অভিসার ফিরে আসি মাতৃগন্ধী
মৃত্তিকার কাছে।
ছুড়ে ফেলে শিরস্ত্রাণ, জোব্বা আলখাল্লা যত-
নতজানু বসি গরম ভাতের থালের কাছে,
আমার কৃষক মাতার ঘাম, শিকারী পিতার রক্ত
উত্তরাধিকারবোধে খলবল করে-
কাঁচের টেবিলে যে ধোঁয়া ওঠা কিছু ভাত!