*********************
ডেকে দাঁড়িয়ে আছি, ভোঁ বাজছে
বাতাস কাটছে ডানা,
টাইটানিক তো ডুববেই!


ধর্মঘট হবে, ঘটে ঘটে ভরবে
অনেক পূণ্যতোয়া জল,
আর আমার উনুনে হাঁড়ি চাপাতে
রুকসানাদি আসবে না।


বাতাসে মেলে বসে আছি ক্ষণস্থায়ী ডানা,
বহুদুর থেকে ভেসে আসছে চটকলের ভোঁ,
পায়ের নিচ থেকে এভাবেই মাটি সরে যায়-
আমি আর আমাদের শস্তা টাইটানিক।