*******************
শহরের মন নেই, পোড়া গন্ধ আছে।
শহরে চারকোল পোড়ে, তো সড়ক হয়,
সেই পথে ফিরে গেছে নওলকিশোর
বারুদের স্তুপে স্তুপে নাম লেখা তার।


# শহরের নাভিপদ্মে বাঁশিখানি রেখে,
সারারাত বাজিয়েছে নহবত সুর,
রাত্রি জেগে মাতিয়েছে বিবাহবাসর,
গ্রাম পথে ফিরে গেছে নওলকিশোর।


#তোমার বিষাক্ত শ্বাসে স্বেদগন্ধ নেই,
ফিসফাস গুনগুনে দেখি চেরাজিভ ভাসে,
জানালায় চোখ মেলি- সভ্যতা অপার
সাজিয়েছ থরে থরে নির্লিপ্তির খামে।


#গ্রামপথে হেঁটে গেছে নওলকিশোর,
ব্রীড়ারত নাভিপদ্মে বাঁশিখানি রেখে।।