*******************
দাবিদাওয়া জানানো যেত যদি,
দু’টো বাসি রুটির দাবি হতো,
গোল চাঁদ, দু’এক পশলা বৃষ্টি।


দাবিদাওয়া জানানো এক মুখে
দিবারাত ভাঙচুর, কি ভাঙচুর!
ঈশানের বায়ূ হাতপাখাতে।


পাতে পড়ে আছে কালাশনিকভ,
খাঁব কিছু রঙিন বুনোটের,
হাতপাখা আশ্রয়দাত্রী হয়!


দাবিদাওয়া জানানো যেত যদি,
একটি ছেঁড়া কম্বলের উষ্ণতা
চেয়ে বসতাম ভিক্ষার মত।


দোরে ঝুলে আছে কালাশনিকভ,
ছেঁড়া ছেঁড়া পরাবাস্তবতার
সুনিপুণ শ্বাপদ ঘ্রাণ আসে।


জেগে আছে বাস্তুচ্যুত বাতাস,
ছুঁয়ে আছে পোড়া কালাশনিকভ,
ফুল ফুটছে নলের চাঁদি ফুঁড়ে...