আপাদমস্তক বিটকেল লাগে
যখন কোনো বিদুষীর সেলফিতে ধরা পড়ে যাই
গোদা থপথপ কলেবর নিয়ে কোনো চেয়ার আলোকিত করে বসে আছি
নতুবা আমি স্বচ্ছপ্রাণ
বকলমে ওড়াউড়ি নিখাত জোছনায়
মধ্যরাতের পিং।


কেউ এসে পুষ্পস্তবক ধরিয়ে গেল
এরপর সুবচন, সারাসার, প্রজ্জ্বলন
উত্তরীয় আলোকিত কেউ
বিছানায় হিসি ছেড়ে মা বলে ডেকে উঠবে না
আবালবনিতা জাগো, উত্তিষ্ঠত :
অসার্থক কবিতার মতো জেগে ওঠো
মুখে খুঁত নিয়ে,
আজ এক বিটকেল দিন আজানুলম্বিত
কারণ ইত্যবসরে আমাজনে গাছ পুড়ে গেছে
মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, জাগরুকতা দিয়ে
আজ তৈরি এক বিটকেল দিন
কবিতা পড়ছি কবিতা পড়ছি