আমি এইখানে নেই
এই মাঠে আমি নেই
আমি দেখছিনা কিছু দামাল ছেলের উত্তুঙ্গ ক্রিকেট
এ বাজারে আমি সওদা করিনা
টিপে বা ঘেঁটে  দেখিনা আলু মুলো শাকশব্জি
সন্ধ্যে হলে পথ চেয়ে থাকে চায়ের দোকান
আমি ঝাঁপ তুলিনা। আসিনা।
ভোরের আজানে আমি নেই, কবিসম্মেলনে নেই।


রোদ্দুরের পথ বেঁকে যায়
মহাশূন্যে রকেটের গতিপথ
বুলেটের খুঁজে নেয়া বুক
হিমশৈল,  মহাসাগরীয় স্রোত
বেঁকে যায়,


বাসস্টপে অপেক্ষারত কেউ
আমি অনাগতবিধাতা।