শব পড়ে থাকে, ফেলে গেছে কোনো অজানা ধীবর
চুম্বক ছেড়ে দিই পাশার দানের মতো
গহীন জলের নীচে
কারখানা থেকে সমস্ত বন্দুক শোল মাছ হয়ে গেঁথে আসে।
শব পড়ে থাকে ঘোরের ভিতর, শিশুশব,  কবিতার লাশ।
এইখানে প্রবল আমিত্ব এসে চেপে বসে
কবিতার লাশ ঠুকরে খেয়েছে প্রজাপতি
বিষন্ন নিষাদ জানে, শিকার করবার
বিপুল অরণ্যানী থাকে, কিছু নেই শিকার করবার
আমি ছাড়া,
প্রবল একাকী আমি, আমার মতোই
বিষধর, দর্পভর,  নখর দেঁতেল ...
তবু কারা যেন চুপি চুপি গোমতীর তীরে
রেখে যায় শিশুলাশ
বিষন্ন আগামী, প্রচ্ছন্ন আগামী