গুলি খাওয়া চারজন আর নেই, হে রাম
গুলি খাওয়া চারজন জাটিঙ্গা পাহাড়ে ...
ওরা কবিতা খুঁজতে নয়নভিরাম
সটান ছিলায় নাব্য সমভিব্যাহারে।


হেঁটে গেছে বাইলেন, কুব্ঝটিকা তার
কবিতা ডুবুরি চারটি সমুদ্রে নিজস্ব,
হননমুহূর্ত ভুলে, ছিল কী বলবার!
হে রাম, আমার চোখ কুয়াশার চেয়ে নিঃস্ব


কবি ও কবিতা সদ্য, পদচিহ্ন কার?
চারজন কুয়াশা ঘেরা যুবতী হাফলং
আঙুল বাড়ালে বৃত্ত কবিতাফেরার
হে রাম, আমার সখ্য পাঠক চারজন


কুয়াশা সাগর কিংবা বৃত্তায়িত হাত
উত্তরাধিকারে পাওয়া কবিতা সওগাত ...