*************************************************


এই যে দীঘল পা ফেলে চলে যাও শুধু
জ্যোৎস্নাবসত ছেড়ে,
ঝুঁকে আসে তোমার কাঁধের মাংসপেশী।
উরুতে ক্ষত নিয়ে চলে যাও,
পড়ে থাকে রক্তের দাগ
তাজা ও নোনা।


পৃথিবীতে আরো কাজ আছে,
আরো আছে পাঠশালা
কামারের দোকান, চায়ের ঠেক ...
উদ্ভিন্ন স্তাবকতা আছে, মুদ্রাজর্জর লোভাতুর,
তুমি চাউনি চেনো।


কাজ আছে?  বলে যেতে!
আমি হারাতাম না যুদ্ধের প্রান্তর,
সাজাতাম না দাবার ছক,
প্রলুব্ধ করতাম না ভিন বলয়ের সিকান্দারকে।
সহযোদ্ধা! সহমর্মী নও।