আমি তাই চোখ মেলি,
অনুভব করি নিজের ভণিতাহীন অকৃএীম অভিব্যক্তি
আবিষ্কার করি আমার ভিতর নকল মানুষের ক্রোড়হাসি ।


শব্দগুলো শব্দই থেকে যায়, হয়না কবিতায় রুপান্তর
শুদ্ধ শরীরের আর্তনাদ নিরুপায় উপহাসের বাঁকা হাসিতে
বস্তুগত প্রাপ্তির নেশায় মাতাল ঠোট
প্রশান্তি খোঁজে, শুয়োরের স্তনে মুগ্ধ চুমুকে ।


তবুও আমি চোখ মেলি
প্রতিটি পাতায় লিখি, না বলা কথার গীতি
অসংলগ্ন কারনগুলো নতুন করে মাত্রা পেলে
সব সংলগ্নতা আমার কাছে মাথা নত করে ।


চিন্তার পূর্ণতা শৃঙ্খলতা হারালে
আরো একবার খুলি সেই অসমাপ্ত খোলা চিঠি
ভাষাহীন পৃথিবীতে আমার অনুভূতিরা তখন ভাবনার পালকী ।