কখন যে এ বুকে গেথে গেছে শিল্পাগ্রহের সুতিব্র সুল
......... সে সুলের যন্ত্রনায় জীবনের সাধ, সপ্ন সব-
কাঠখর, তাপ, কয়লা............... ছাইভস্ম।


প্রমা,
জেনে রাখো, আমার প্রতিজ্ঞা আজ ওষ্টাগত প্রায়
নিচ্ছিদ্র বদান্যতায় দুলে ওঠে আমার হৃদয়ের পাটাতন
শরীরের কানিশ, যৌবনের জলস্রোত।
আমি জানি আমার জীবনের এই গদ্যময় গন্তব্য
আনবেনা তোমার শরীরে, মনে কোন উত্তাপ,
আমি নই, অন্য কেউ............
সুধু তোমারই সম্মতিতে বিদ্যতহীন এ শহরের দেবদূত।


প্রমা,
এই শেষটা শুনে যাও
তোমার নামটাই আমার এক পৃথিবী-
তোমার করুণা, আমার জীবনে, রাসোৎসবের উদ্দাম নৃত্য
............ কবিতা, ছবি, গান............ শিল্পের স্বরলিপি।


প্রমা,
মিথ্যে নয়, তোমায় ভালোবেসেছিলাম বলেইতো
এখনও আমি আছি............... আজো এ জীবন ভালোবাসি।