জীবনের পথে চলতে গিয়ে প্রথম পেলাম তোমায় ।
মায়ের দেখানো শিক্ষা পথেই তোমার হাতে হাত রাখা ,ভোরের আগে আমি জাগি ,
তোমায় দেখব বলে সবার আগে ।
রাঙ্গা সূর্য দেখার আগে,
তোমার জ্যোতিতে নিজেরে রাঙাবো বলে।
দিন শুরু হয় তোমার নামে ,
সকল গোপন কথা তোমায় বোলে।
কখন ও তোমার সাথে বসে বসে কথা বলি,
মনের সকল ব্যথা আমি জানাই তোমারে।
সেই আশাতে একছুট্টে পরিষ্কার পোশাক পড়ে,
তোমার কাছে করি প্রবেশ ।
অনেক আগে চাই তোমারে ,
কেউ যেন না জানতে পারে ।
তাইতো আমি ভোরের বেলা সবার আগে উঠি,
তবুও কেন সাথ দাওনি তুমি আমায় বল মরে ।
তোমার কাছে বসে বসে মনের ব্যাথা জানাই তোরে,
পাথর হয়ে বসে তুমি কেবল থাকো শুনিতে ওরে ।
অনেক যখন প্রশ্ন ওর আমার মাথায় ঘুরে ফিরে ,
তখন আমি তোমার দিকে চেয়ে থাকি বারে বারে ।
আমি জানি সমাধানের উত্তরটা আছে তোমার কাছেই ।
ধীরে ধীরে হয়েছি বড় তোমার দেখানো পথেই চলে ,
কখনো ঝড় কখনো বৃষ্টি অনেক কিছু দিয়েছো মরে ।
তাও আমি কিছু তোমায় বলতে পারিনা না রে।
রেগে গিয়ে মাঝে মাঝে অভিমানের ঝুঁকে পড়ে,
তোমার কাছে না এসে তোমাকে আমি সাজা দিয়েছি ।
আমার মনে আজ বড় অভিমান হয়েছে ,
তোমার দেওয়া কথা তুমি ভুলে গেছো বলে ।
আরে আমি তাতেও খুশি ,
নইকো চাই করতে তোমায় দুঃখী ।
তাই বলে কেউ তোমায় ছোট করলে পরে ,
আমার মনে বড় অভিমান ধরে ।
তুমি হারলে লাগেনা ভালো,
চঞ্চলতায় মন যে টানো।
কোন কাজে মন বসে না,
স্থির হয়ে যে আর থেমে থাকে না।
তোমার কখন কি পরীক্ষা চলে,
বোঝা বড় দায় হয় যে ।
তাইতো তখন বসে আমি ভাবতে থাকি মনের ঘরে ।
কোন পথে এখন চলবো ওরে ।
তোমার কাছে গিয়ে কি বলব রে ,
অনেক লোকে অনেক কথা বলে মোরে ।
কেউ গো মোরে পাগল বলে কেউ বা বলে তান্ত্রিক ।
আমি জানি শুধুই আমি,
তোমার সেবায় হব মাতোহারা ।
তাতে যে যা বলুক নাকো,
নইকো আমার তাতে খতি।
দেখি আমায় কেমন করে দূরে রেখে ,
থাকতে পারো আপন মনে ।
আমি জানি পাথর নয় তো,
সেযে আছো কেবল হয়ত।
প্রাণ আছে তো বলেই তুমি,
তাইতো আমায় জাগিয়ে রাখো।
আজ আমার মনে বড় অভিমান হয়েছে ,
কোথা দেওয়ার কথা তুমি ভুলে গেছো কেমনে ।
তোমায় আমি বিশ্বাস করে ,
অন্যদেরও আশ্বাস দিয়েছি যে।
আজ সেই আমি হেরে গেছি,
তাতে নেইকো কোন ক্ষতি।
তাই বলে তুমি হারবে না সইবে এইমনের কুঠি,
এ প্রাণ যদি দিতে হয় গো ,
তাও দেবো তব চরণে ।
তাই বলে তোমায় আমি হারতে দিতে পারবো না রে ,
ছোট্ট মনের অভিমান আজ বড় হয়েছে ।
তোমার ওপর তাই সবকিছু ছেড়ে দিয়েছে,
আমি জানি তুমি ভেবেই সবকিছু বাগিয়ে নিয়েছে ।
সময় হলেও তোমার মেয়ের ,
অভিমানের সব বোঝা কাটিয়ে দেবে।
আপন-মনে সবকিছুর ঊর্ধ্বে থেকে যাবে ,
সবার কাছে তোমার নিজের প্রমাণ দিয়ে দেবে ।
অভিমানের নেশা যেকি,
মিটিয়ে দেবে এক নিমেষে ।
তোমার মেয়ে তোমার সাথে,
মিলেমিশে এক হয়ে যাবে।