হাঁসিখুশি মুখ তার কোঁকড়ানো চুল,
দুষ্টুমি ভরা মুখের কাটে শুধু কুল।
চটপটে মন তার ঘুরঘুরে চোখ,
হাতে পাই যাই কিছু ভাবে তারে ঢোল।
মনভরা হাসি নিয়ে নড়বড়ে পায়ে,
ঘুরে বেড়ায় এদিক ওদিক খাওয়া-দাওয়া ছেড়ে।
মন তার চঞ্চল ঘুরে চারিদিক,
জানেনা কো কিবা রাত হয় কিবা দিন।
কক্ষনো আলমারি কখনো বা দরজা টানাটানি করে ,
পড়ে গেলে ধুপ করে মাথা ধরে চলে।
বয়স হয়েছে দুই তাই দুষ্টুমি ভরা ,
মন নেই কোন কাজে চঞ্চলে গড়া।
কখনো খেলনা টানে কখনো বা ফোন,
সেগুলি হয়ে যায় পরে গামলাতে ভিজে ঢোল।
তবুওতো ভালো লাগে দুষ্টুমি ভরা মন,
আধো কথা বলা ছোট পায়ে চলা দুষ্টু মেয়ের ছল।