সাজ দুপুরের রোদের বেলা একলা চলে পথে,
কুড়োই পথে নুরি কাকর আগলে আঁচলটাকে।
নেই পথে কেউ নিস্তব্ধ চারিদিক বালি ধু ধু,
পথের মাঝে পড়ে থাকা ঝামাপাথর শুধু।
পথে ঘুরে ঘুরে পেয়েছি শুধু নুড়ি আর অনেক কাকড়,
বেঁধেছি আঁচলে সঙ্গে নিয়ে যাব বলে তাদের।
সকাল থেকে শুরু পথ চলা পৌঁছে গেছি দুপুরে,
তবুও কেউ সাথে আসেনি একলাই চলি এই পথেতে।
পথে পথে বাঁক টান মোড় পথ চলতে থাকা,
নেই কোনো মোর থামা।
কেউ যেন বলে সাথে আছে নুড়ি ভয় কি আছে তোর?
দূর হতে ভেসে আসে পাখির কিচিরমিচির,
বাতাসে ঢেউ এর তরঙ্গে চলে নদীর জলের তরী।
আমি আছি , আছে নুড়ি সাথে আর প্রকৃতি,
একলার পথে হোয়াকো চলা সঙ্গী হোয়েছে বহু সাথী।
মানুষ নাইতো পাশে তাতে ক্ষতিকি?
এরাই যে বড় টানে মরে তোমরা জানো নাকি,
কেউ যদি একা হয় মনে করো নাকো একা,
প্রকৃতিকে সাথে নিয়ে হয়ে যাও তাদের বড় সখা।