হঠাৎ ঘুমের ঘোরে দেখি মানেই কাছে মোর,
চারিদিকে অবসন্ন অন্ধকারে হয়ে আছে ঘোর
রাশি রাশি ফুলের হাসি নেই কো মোর কাছে,
স্তব্ধ দীঘির জলের ঢেউয়ের শব্দ ধীরে ধীরে আসে।
হঠাৎই ঝিঝির শব্দে ঘুম ভেঙ্গে দেখি,
কয়না কথা কেউ ,মা কোথায় সেকি?
ভোরের বেলায় গানের শব্দ চুপি চুপি আসে
কে যেন গো গুনগুনিয়ে দালানে বসে আছে।
ঘুম ভাঙ্গিয়ে অমনি উঠে বাইরের ঘরে ছুটি,
দেখি সেটাই মা বসে কাঁদছি চুপি চুপি।
কি হয়েছে মা তোমার জিজ্ঞাসিলে আমি,
মা কেদে কয় রাতের অন্ধকারে হারিয়ে গেছি আমি।
মাগো তুমি হারাও নি তো কাছেই আছি আমি,
স্পর্শ করে দেখো মোরে, তোমার কাছেই আছি।
সকাল বেলার আলো তুমি অন্ধকারের দিশা,
রাত্রিতে ঘুম পাড়ানো সকলে রাতের নেশা।
মাগো তুমি সকালবেলা কর্ম করে মো রে,
গড়ে তোল ধীরে ধীরে মনের মত করে।
সন্ধ্যেবেলায় চাঁদের আলো হয়ে পাশে থেকে,
সফল দিনের মধ্য দিয়ে আমায় খুঁজে রাখো।
তুমি আমার আলো মাগো, তোমার পথ দেখানোই চলি,
তুমি আমার ঘুম ভাঙানো ভাঙ্গানো, রঙিন স্বপ্ন দেখা মনি।
জগৎজোড়া আলো পেয়ে তোমায় পেয়েছি,
মাগোতুমি দিনে-রাতে সর্বদাই পাশে থেকো।
বাঁচাও আমায় সকল বিপদ আগলে রেখে,
তুমি এখন ছোট্ট মেয়ে হয়ে গেছো কেন,
দেখে মনে হয় আমি মা, তুমি হয়েছো গো মেয়ে,
কেদোনা মা কষ্ট আমার লাগছে ভারি মনে।
তোমায় আমি গল্প শোনাবো চলো বিছানা পাতা ঘরে
ঘুম পাড়িয়ে দেবো মাগো হাত বুলিয়ে মাথায়,
তোমার সেবা করতে চেয়ে, হব আমি ঘুড়ি লাটাই।
তোমায় আমি সাবধানেতে রাখবো ধরে বেঁধে,
কক্ষনো তুমি পারবে না পেয়ে বন্ধন ছেড়ে যেতে।
ছোট হাতের ছোট্ট ছোঁয়ায়, জুড়িয়ে যাবে তোমার এপ্রান।
তোমার সকল কষ্ট দূর করে রাখবো মা তোমায় মনের ঘরে।
সকল সেবা করে মা তোমায় করব দূর সব অভিমান,
মাগো তুমি শ্রেষ্ঠ হবে ,সকল কিছুর উর্ধে রবে।