যন্ত্রণা
মৌমিতা পাল


তোকে বড় অচেনা লাগে
মাঝেমাঝে
যখন তোর আমার মাঝে
লক্ষযোজন দূরত্ব
অনতিক্রম্য ।


বন্ধ দরজার  এপারে আমি
চোখের  জলে সিক্ত
মন ব্যথা পেলে
হৃদয়ে ছলকায় রক্ত ।


হৃদয়ের  তন্ত্রী গুলো আজ বড়ো
এলোমেলো
এক না চেনা  অনুভূতি
আমায় করেছে
অগোছালো ।


মনের চঞ্চলতা আজ কেন
জানি খুব শান্ত
সেও বুঝি পেয়েছে আঘাত
তাই নীরবতার আড়ালে  
মুখ ঢেকে  সে ক্লান্ত
আর হতে চাইছে না দুরন্ত  ।


চারিদিকে আজ বিষন্নতার লেশ
হৃদয় পাচ্ছে বড় ক্লেশ
কঠিন বড় কঠিন সময়ের  জ্বালা
হৃদয় মাঝে বিষের মালা ।